ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

ঢাকার বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক

আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১০:৪৯:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১০:৪৯:৪২ পূর্বাহ্ন
ঢাকার বিমান দুর্ঘটনায় ব্রিটিশ মন্ত্রীর শোক
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন ব্রিটিশ ইন্দো-প্যাসিফিকবিষয়কমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।

ঢাকায় বিমান দুর্ঘটনা নিয়ে এক বিবৃ‌তিতে এ শোক প্রকাশ করে‌ন ব্রিটিশ মন্ত্রী। মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এ তথ‌্য জা‌নিয়েছে।

শোকবার্তায় ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে বিমান বিধ্বস্তের ঘটনায় আমি মর্মাহত হয়ে‌ছি, যেখানে অনেক শিশু প্রাণ হা‌রিয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবার এবং আহতদের প্রতি আমার সমবেদনা।

গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

মর্মান্তিক এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে। এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ