ঢাকা , মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

​স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় মুক্তিসরণি

আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১১:১১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:১১:৫১ অপরাহ্ন
​স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় মুক্তিসরণি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশু-শিক্ষার্থী নিহতসহ বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের প্রতিশ্রুতিশীল কবি-লেখকদের সংগঠন মুক্তিসরণি সাহিত্য সংঘ। একইসঙ্গে সংগঠনটি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মুক্তিসরণি সাহিত্য সংঘের পক্ষ থেকে বলা হয়, ‘এটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং আমাদের রাষ্ট্রীয় কাঠামোর একটি চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল কতটা নিরাপদ তা নিয়ে এখনই প্রশ্ন তোলা জরুরি।‘

সংগঠনের সভাপতি, লেখক, সমাজকর্মী ও আয়কর আইনজীবী আমিনুল ইসলাম মামুন বলেন, নিরপরাধ শিক্ষার্থীদের প্রাণহানি শুধু তাদের পরিবার নয়, গোটা জাতিকে চিরদিনের জন্য আহত করেছে। রাষ্ট্রকে এই দুর্ঘটনার দায় নিতে হবে। অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে সেই রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করতে হবে।‘

সংগঠনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাট বলেন, একটি প্রশিক্ষণ বিমান জনবহুল স্কুলে ভেঙে পড়ার ঘটনা শুধু দুর্ঘটনা নয়, এটি আমাদের উড়োজাহাজ প্রশিক্ষণ নীতিমালা ও শহর পরিকল্পনার ভয়াবহ দুর্বলতা প্রকাশ করে। যারা আজ হারিয়ে গেল, তারা আমাদের আগামী। শিশুদের মৃত্যুতে গোটা দেশের হৃদয় রক্তাক্ত। আমরা চাই, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হোক, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াক রাষ্ট্র। এমন শোক যেন আর কোনোদিন নেমে না আসে আমাদের সন্তানদের ওপর -সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।‘

সংগঠনটি আহতদের উন্নত চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রাষ্ট্রীয়ভাবে দাঁড়ানোর দাবি জানিয়ে বলেছে, ‘এই শোক কোনোদিন ভুলে যাওয়া যাবে না। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন কঠোর ব্যবস্থা।‘

প্রসঙ্গত, সোমবার ঢাকার উত্তরা এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটনাস্থলে আগুন ধরে যায়। এতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সহ বহু মানুষ হতাহত হয়। ঘটনাটি ইতোমধ্যে সারাদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ