বিমান ধসে পড়ার সময় শিক্ষার্থীরা ক্লাসে ছিল
আপলোড সময় :
২১-০৭-২০২৫ ০৩:১০:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২১-০৭-২০২৫ ০৩:১০:১১ অপরাহ্ন
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধস্ত হয়েছে। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে বহু হতাহতের আশঙ্কা রয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এ সময় কলেজটির একটি ভবনের ওপর বিমানটি পড়ে যায়।
কলেজটির স্কুল শাখার প্লে গ্রুপের শিশু শিক্ষার্থীরা ক্লাসে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্কুল শাখার কয়েকটি সংশ্লিষ্ট সূত্র।
এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের বেশি শিক্ষার্থী আগুনে পুড়ে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিমান ধসে পড়া বিল্ডিংটিতে আগুন জ্বলছে এবং শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে দেখা গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমি পাঁচ মিনিট আগে শুনতে পেরেছি মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এতে কেউ হতাহত হয়েছেন কি না এখনও সে বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে। এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স