আল্লাহ আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছেন: নুর
আপলোড সময় :
১৯-০৭-২০২৫ ০৫:১০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৯-০৭-২০২৫ ০৫:১০:৪৬ অপরাহ্ন
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আল্লাহ মানুষকে ধন-সম্পদ ও ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করেন। গত ১৬ বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলে, তিনি আমাদের রহমতের জুলাই উপহার দিয়েছিলেন।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে চারটায় জামায়াতের জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাইয়ে আমরা বাংলাদেশের মানুষের ওপরে চেপে থাকা দৈত্বকে সরিয়েছি। ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছি।
তিনি বলেন, বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। আমরা দেখছি, এই গণঅভ্যুত্থানে মজলুমরা, আমাদের অংশীজনরা আজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। আমরা সীমালঙ্ঘন করলে আল্লাহ আমাদের ছাড় দেবেন না, যেমন তিনি শেখ হাসিনাকেও ছাড় দেননি।
এর আগে, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
দাবিগুলো হলো—
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স