নারায়ণগঞ্জকে বর্গা দিতে চাই না: নাহিদ ইসলাম
আপলোড সময় :
১৮-০৭-২০২৫ ১০:৩৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৭-২০২৫ ১০:৩৪:৩৫ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করতে হবে। এ শহরকে যানজটমুক্ত করতে হবে। নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না। কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না।
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় শুক্রবার (১৮ জুলাই) বিকেলে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, আপনারা গণঅভ্যুত্থানে জেগে উঠেছিলেন। সেভাবে আপনাদের জেগে থাকতে হবে। এ যুদ্ধ সেদিনই শেষ হবে, যেদিন আমরা নতুন বন্দোবস্ত, জনগণের বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারব।
তিনি বলেন, আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়, আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ মাঠে নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহিদ দিবস। এদিন বহু মানুষ শহিদ হয়েছিল সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনী দ্বারা।
এনসিপি আহ্বায়ক বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ ঐতিহ্যের শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত। কিন্তু শ্রমিকদের জন্য আমরা সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের প্রোটেক্ট করতে হবে। আমরা দেখছি, মাফিয়া অলিগার্কদের প্রোটেক্ট করা হচ্ছে আর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা করতে পারছে না।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স