শিরার সমস্যায় ভুগছেন ট্রাম্প: হোয়াইট হাউস
আপলোড সময় :
১৮-০৭-২০২৫ ১০:১৫:০২ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৮-০৭-২০২৫ ১০:১৫:০২ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে অবশেষে জল্পনার অবসান ঘটলো। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের জেরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। শারীরিক ফিটনেস ধরে রাখতে তিনি নিয়মিত নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ট্রাম্পের হাতে রক্ত জমাটের মতো দাগ আর পায়ের ফোলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছিল নানা আলোচনা। ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ফোলা পা চোখে পড়ে ফটো সাংবাদিকদের।
এরপর আবারও তার হাতে রক্তাক্ত চিহ্ন ধরা পড়ে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের সময়। এ নিয়ে নানা জল্পনা বাড়তে থাকায় প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ৭০ বছরের বেশি বয়সে সাধারণত এ সমস্যা বেশি দেখা যায়। সাম্প্রতিক পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, ট্রাম্পের শিরার রক্ত সঠিকভাবে হৃদয়ে ফিরে যাচ্ছে না, ফলে পায়ে রক্ত জমে ফুলে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষায় গভীর ধমনীজনিত জটিলতার কোনো প্রমাণ মেলেনি। পরীক্ষার অন্যান্য ফলাফলও ছিল স্বাভাবিক। শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেয়া প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়া এই নেতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স