গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আপলোড সময় :
১৭-০৭-২০২৫ ০৩:২৯:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৭-২০২৫ ০৩:২৯:৩৮ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু সংঘর্ষ এত পরিমাণ হবে, সে তথ্য ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা অন্যায় করেছে তারা গ্রেফতার হবে, কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, যার যার বক্তব্য সে সে দিতে পারে। তবে গোপালগঞ্জে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের বুধবারের (১৬ জুলাই) ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স