ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৫:৪৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৫:৪৩:৩৪ অপরাহ্ন
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়া, ১০ আগস্ট: মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ ফজলুর রহমান।

 

সভায় বোর্ড অব ট্রাস্টিজের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক, অধ্যাপক মোজাম্মেল হক, এনামুল হক চৌধুরী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এম উমার আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমান আকন্দ ও প্রকৌশলী আবুল বাশার।

 

এছাড়া মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস এম মাহবুব-উল-আলম এবং মানারাত ট্রাস্টের সেক্রেটারি সাবেক যুগ্ম সচিব মো. শাহ আলম বকশীও সভায় অংশ নেন।

 

অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এ টি এম ফজলুল হক। সভায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ