ঢাকা , মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

দল পুনর্গঠন করে জনগণের আস্থা ফিরিয়ে আনুন

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৫:৩৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৫:৩৮:৩০ অপরাহ্ন
দল পুনর্গঠন করে জনগণের আস্থা ফিরিয়ে আনুন ফাইল ফটো

ঢাকা, ১২ আগস্ট: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, যার অনেক অবদান রয়েছে। তবে বর্তমানে জনগণের আস্থা অর্জনে দল পুনর্গঠন করা জরুরি। মধ্যবিত্তের দল হিসেবে আওয়ামী লীগ একসময় শক্তিশালী অবস্থানে ছিল। এখন সময় এসেছে নতুন নেতৃত্ব ও অঙ্গীকার নিয়ে দলকে পুনর্গঠন করার।"

 

তিনি আরও বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাই দলকে সংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। বর্তমান পরিস্থিতিতে সংঘর্ষ ও বিশৃঙ্খলার পথ পরিহার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসাই বুদ্ধিমানের কাজ হবে।"

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, "আমরা কাউকে কোনো উসকানি দিতে চাই না, কারণ এতে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দেশের তরুণ প্রজন্ম এই আন্দোলনে যে আত্মত্যাগ করেছে, তা কোনো রাজনৈতিক দল ভুলতে পারবে না।"

 

তিনি আওয়ামী লীগকে পরামর্শ দিয়ে বলেন, "আপনারা দল গুছিয়ে নিন, নতুন নেতৃত্ব নিয়ে সামনে এগিয়ে যান। দেশের মানুষ এখন নতুন মুখ ও নতুন ভাবনা দেখতে চায়। আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত।"

 

আওয়ামী লীগকে রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার এবং নতুন নেতৃত্ব নিয়ে দলকে পুনর্গঠনের আহ্বান জানানোর পাশাপাশি এম সাখাওয়াত হোসেন সংখ্যালঘুদের ওপর হামলাসহ সব ধরনের সহিংসতা বন্ধ করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ