ঢাকা , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

জুনে ডিএমপির শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেলেন এসি মেহেদী হাসান ও ওসি ইফতেখার

আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১২:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:১২:১৬ অপরাহ্ন
জুনে ডিএমপির শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি পেলেন এসি মেহেদী হাসান ও ওসি ইফতেখার ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।


মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫ খ্রি.) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।


জুন-২০২৫ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান


এর আগেও আলী ইফতেখার হাসানের নেতৃত্বে মোহাম্মদপুর থানা একাধিকবার শ্রেষ্ঠ থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধ রোধে তার নেতৃত্বে মোহাম্মদপুর থানা নিয়মিতভাবে উচ্চমানের পারফরম্যান্স প্রদর্শন করে আসছে।


পেশাদারিত্ব, আন্তরিকতা ও নেতৃত্বের সক্ষমতার কারণে ওসি ইফতেখার ঢাকাস্থ অন্যান্য থানার মধ্যে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর তত্ত্বাবধানে থানার সদস্যদের মধ্যে রয়েছে টিমওয়ার্ক, দ্রুত রেসপন্স এবং জনবান্ধব পুলিশিং-এর সংস্কৃতি।


শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই ফরহাদ হোসেন ও ভাটারা থানার এসআই মোঃ বিল্লাল ভুইয়া। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই রকিবুল হাসান ও যাত্রাবাড়ী থানার এএসআই মোঃ আক্তারুজ্জামান মন্ডল পলাশ।


গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।


ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট এস এম হাসান মাহমুদ ও বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া।


যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ডিএমপির জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ