নিবন্ধন পেতে প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপি
আপলোড সময় :
১৫-০৭-২০২৫ ০৪:১৮:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৫ ০৪:১৮:৩৫ অপরাহ্ন
নিবন্ধনের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে প্রাথমিক বাছাইয়ে টিকতে পারেনি আরও ১৪৩টি দল। অর্থাৎ নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দলের কেউ প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারিনি।
নির্বাচন কমিশন (ইসি) বলছে, আবেদনপত্রে থাকা ঘাটতি ও শর্ত পূরণে ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।
এসব ঘাটতি সংশোধনের সুযোগ দিয়ে সব দলকে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করে চিঠি দিচ্ছে ইসি। প্রথম পর্যায়ে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে, পরে ধাপে ধাপে অন্যান্য দলগুলোকেও একই ধরনের চিঠি দেওয়া হবে।
এর আগে নিবন্ধনপ্রত্যাশী রাজনৈতিক দলগুলোকে ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন।
পরে জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ১৪৪টি দল মোট ১৪৭টি আবেদন জমা দেয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আবেদন জমা দেওয়া দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার পার্টি বাংলাদেশ (জেপিপি); গণদল, বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা); বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি), বাংলাদেশ সমতা পার্টি; বাংলাদেশ ফরায়েজী আন্দোলন; বাংলাদেশ সিটিজেন পার্টি; ইসলামী ঐক্যজোট, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি); বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি।
আবেদন জমা দেওয়া দলগুলোর মধ্যে আরও রয়েছে, বাংলাদেশ গণবিপ্লবী পার্টি; ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী ন্যাপ); বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন; জনতার দল; বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি; বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল); বাংলাদেশ নাগরিক পার্টি (বিসিপি); জাতীয় ন্যায়বিচার পার্টি; বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), আ আমজনগণ পার্টি অন্যতম।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স