ঢাকা, ১২ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের দেখতে আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
দুপুরে ঢাকা মেডিকেলে পৌঁছে তিনি হাসপাতালে ভর্তি আহতদের খোঁজ-খবর নেন এবং তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. জাহাঙ্গির আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার এবং ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
নুরজাহান বেগম আহতদের সুস্থতা কামনা করে বলেন, "আহতদের সঠিক চিকিৎসা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব, এবং আমরা তাদের দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"