পাবনা, ১২ আগস্ট: পাবনার ঈশ্বরদীতে জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মুদ্রণজনিত ভুলের কারণে আজাদুল হক নামের এক ব্যক্তির বয়স মায়ের চেয়ে ১১ মাস বেশি হিসেবে মুদ্রিত হয়েছে। সাঁড়া ইউনিয়নের ধাপাড়ি, মাজদিয়া স্কুলপাড়ার বাসিন্দা আজাদুল হকের (৩৯) জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ১৯৬৭ সালের ১৫ জানুয়ারি উল্লেখ করা হয়েছে, যা তার মা বানুয়ারা বেগমের জন্ম তারিখের (১৯৬৭ সালের ১২ ডিসেম্বর) তুলনায় তাকে মায়ের চেয়ে বড় দেখাচ্ছে। প্রকৃতপক্ষে আজাদুলের জন্ম তারিখ ১৯৮৫ সালের ১৭ এপ্রিল।
এই ভুলের কারণে আজাদুল হককে নানা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। তিনি জানান, নির্বাচন অফিসের এই ভুলের ফলে তার বয়স এখন ৫৭ বছর হিসেবে মুদ্রিত হয়েছে, যদিও তার প্রকৃত বয়স ৩৯ বছর।
তৎকালীন সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার (বর্তমানে উপজেলা চেয়ারম্যান) জানান, ইউনিয়ন পরিষদ থেকে প্রদান করা জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আজাদুলের প্রকৃত বয়স ৩৯ বছর।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক জানান, মুদ্রণজনিত এই ভুল সংশোধন করার সুযোগ রয়েছে এবং আবেদন অনুযায়ী সংশোধন করার ব্যবস্থা নেওয়া হবে।