নিজ ঘরে মিলল ২ সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ
আপলোড সময় :
১৪-০৭-২০২৫ ০১:৪১:৩৯ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৭-২০২৫ ০১:৪১:৩৯ অপরাহ্ন
ময়মনসিংহের ভালুকা পৌর শহরের এক ভাড়া বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ জুলাই) সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকার কাইয়ুম মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকার একটি পোশাক কারখানা—রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। আজ সকালে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। সেখানে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। ঘটনার রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স