যশোর, ১২ আগস্ট: যশোরের ঝিকরগাছায় সোমবার সকালে প্রবাসফেরত যুবক ইমামুল হোসেন এবং তার ১১ মাস বয়সী শিশু সন্তান আইমান হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর ইমামুল তার সন্তানকে গলাটিপে হত্যা করে নিজে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। রোববার গভীর রাতে শরীফপুর গ্রামের পশ্চিমপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইমামুল হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। তার স্ত্রী মমতাজ বেগম শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন। রোববার রাতে মমতাজের বাবার বাড়ি যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মমতাজ সন্তান আইমানকে রেখে বাবার বাড়ি চলে যান। রাতে শিশু আইমান দুধের জন্য কান্না শুরু করলে ইমামুল তাকে গলাটিপে হত্যা করে এবং এরপর নিজে আত্মহত্যা করেন।
ইমামুলের মা রহিমা বেগম জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন ইমামুল ঝুলন্ত অবস্থায় এবং পাশে বিছানায় ছোট্ট আইমানের নিথর দেহ পড়ে আছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় হত্যা ও অপমৃত্যু মামলা করা হয়েছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে।