ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

আবু সাঈদ হত্যা মামলা তদন্ত করবে পিবিআই

আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৫:১৭:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৫:১৭:৫১ অপরাহ্ন
আবু সাঈদ হত্যা মামলা তদন্ত করবে পিবিআই পুলিশের ছোড়া গুলির সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী আবু সাঈদ

রংপুর, ১২ আগস্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্ত দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি সোমবার (১২ আগস্ট) পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে তাজহাট থানায় দায়ের করা মামলাটি পিবিআইয়ের অধীনে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। এখন থেকে পিবিআই এই হত্যা মামলার তদন্ত পরিচালনা করবে।

 

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী পার্ক মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আবু সাঈদ নিহত হন। এরপর ১৭ জুলাই তাকে তার গ্রামের বাড়ি পীরগঞ্জ উপজেলার বাবনপুরে দাফন করা হয়।

 

আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক। তার মৃত্যুর পর তাজহাট মেট্রোপলিটন থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার দায়িত্ব এখন পিবিআইকে দেওয়া হলো।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ