ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

বাকেরগঞ্জে হিন্দু-খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়নি

আপলোড সময় : ১২-০৮-২০২৪ ০৫:০৮:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ০৫:০৮:৩৬ অপরাহ্ন
বাকেরগঞ্জে হিন্দু-খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়নি ছবি: সংগৃহীত

বাকেরগঞ্জ (বরিশাল), ১২ আগস্ট: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখা থেকে সোমবার এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনের সভাপতি ঝন্টু দাস ও সাধারণ সম্পাদক অমল দাস সিবু সংবাদ সম্মেলনে উল্লেখ করেন যে, বাকেরগঞ্জে হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর কোনো ধরনের নির্যাতন বা নিপীড়ন হয়নি। তারা বলেন, "আমরা অত্যন্ত ভালো আছি। কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে।"

 

সংবাদ সম্মেলনে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, এবং অন্যান্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দও এসব অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং বাকেরগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ