ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

তারেক রহমানকে নিয়ে স্লোগানে ক্ষুব্ধ ফজলুর রহমান

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০১:২০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০১:২০:৫০ অপরাহ্ন
তারেক রহমানকে নিয়ে স্লোগানে ক্ষুব্ধ ফজলুর রহমান
তারেক রহমানকে নিয়ে সম্প্রতি রাজপথে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তার বিরুদ্ধে এসব স্লোগান শুনে ক্ষিপ্ত হয়েছেন।

ফজলুর রহমান বলেছেন, 'আমি সুস্পষ্ট কণ্ঠে সমস্ত জাতিসত্তাকে বলতে চাই, বিএনপির নেতাকর্মীকে বলতে চাই, তারেক রহমান সাহেব সম্পর্কে যারা এসব কুরুচিপূর্ণ স্লোগান দিয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনারা রাজপথে নামুন। এবং আমি ব্যক্তিগতভাবে তাদের বিরুদ্ধে এমন প্রতিবাদ জানাই, ঘৃণাবোধ জানাই যে তারা এই দেশে মানুষ হিসেবে পরিচিত হবে না।

যারা তারেক রহমান সম্পর্কে এই ধরনের স্লোগান দেয় তাদের আমি নিন্দা জানাচ্ছি।'

উল্লেখ্য, সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনার পর রাজপথে তারেক রহমানকে নিয়ে অশ্লীল, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিসহ স্বচেতন মহল। এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন ফজলুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ