ঢাকা , শনিবার, ১২ জুলাই ২০২৫ , ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’

আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০৭:৩০:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০৭:৩০:৫৯ অপরাহ্ন
‘অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্যায়কারী যেই হোক, আমরা প্রশ্রয় দেব না। জনগণের জানমালের হেফাজত করা সরকারের দায়িত্ব। সরকারের কাছে আমাদের প্রশ্ন, তারা কেন দায়িত্ব পালন করছে না। তারা কেন প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (১২ জুলাই) রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন, মব সৃষ্টিকারী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সরকার। আমরা কি তবে ধরে নেব, যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, প্রশাসনের কোনো প্রশ্রয় আছে।

ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা উল্লেখ করে তারেক রহমান বলেন, আমি বেশ আশ্চর্য হয়েছি, যে হত্যা করেছে, তাকে সরকার এখনো গ্রেফতার করেনি। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না। সরকারের কি কোনো প্রচ্ছন্ন প্রশ্রয় আছে সেখানে।

তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। আমি ৮-৯ মাস আগেই বলেছি, অদৃশ্য শত্রু আছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেই অদৃশ্য শত্রু। আজকে আমাদের দেখতে হবে, কারা প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ায়। আমাদের সত্যিকারভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। 

তিনি বলেন, দেশের প্রচলিত আইনে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সে যে দলেরই হোক না কেন। অনেকে সুস্থ পরিবেশকে নষ্ট করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ