‘দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে’
আপলোড সময় :
১২-০৭-২০২৫ ০৪:১০:৫৩ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৭-২০২৫ ০৪:১০:৫৩ অপরাহ্ন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেছেন, দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
মো. বাহারুল আলম বলেন, সারা দেশে আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।
আইজিপি বলেন, গণ-অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। যার ফলে শতভাগ কাজ করতে পারছে না।
তিনি বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা প্রয়োজন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স