ঢাকা , শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

শাপলা নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: নাহিদ

আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১০:১৭:৫১ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১০:১৭:৫১ পূর্বাহ্ন
শাপলা নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: নাহিদ
নির্বাচনী প্রতীক হিসেবে 'শাপলা'কে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।তবে এ বিষয়ে ইসি যে ব্যাখ্যা দিয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৯ জুলাই) রাতে এক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বাদ দেয়ার ক্ষেত্রে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাধা তৈরির অভিযোগও করেন তিনি।

এর আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। ফলে কোনো রাজনৈতিক দল তাদের প্রতীক হিসেবে শাপলা পাবে না।

এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নির্বাচন কমিশনের নেয়া সিদ্ধান্তের বিষয়ে সমালোচনা করেন। বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।

সম্প্রতি দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্য। তবে কোনো দলই পাচ্ছে না এই প্রতীক।

এনসিপি তাদের নিবন্ধনের আবেদনে দলীয় প্রতীক হিসেবে শাপলাসহ তিনটি প্রতীকের নাম প্রস্তাব করে। তাদের পছন্দের অন্য দুটি প্রতীক হলো কলম ও মোবাইল ফোন।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে ইসি।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ