ঢাকা , রবিবার, ১০ নভেম্বর ২০২৪ , ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

শেষ সেকেন্ডে সোনা জয় করে অলিম্পিকের শ্রেষ্ঠত্ব পেল যুক্তরাষ্ট্র

দৈনিক মার্তৃভূমির খবর
আপলোড সময় : ১২-০৮-২০২৪ ১১:৪৬:২৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৮-২০২৪ ১১:৪৬:২৭ পূর্বাহ্ন
শেষ সেকেন্ডে সোনা জয় করে অলিম্পিকের শ্রেষ্ঠত্ব পেল যুক্তরাষ্ট্র
অলিম্পিকের পদকের লড়াই মানেই যুক্তরাষ্ট্র আর চীনের হাড্ডাহাড্ডি লড়াই। প্রতিবারই পদক তালিকার শীর্ষে থাকে এই দুই নাম। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল চীন। গেল আসরে এক স্বর্ণের ব্যবধানে নিজেদের পদক তালিকার সবার ওপরে রেখেছিল আটলান্টিক পাড়ের দেশটি। এবারে অবশ্য দেখা গেল অন্য নাটকীয়তা।


প্যারিস অলিম্পিকের শেষ ইভেন্ট ছিল নারীদের বাস্কেটবল। অলিম্পিক বাস্কেটবল মানেই যেন যুক্তরাষ্ট্রের সোনা জয়। ছেলেদের বিভাগে লেব্রন জেমস, স্টেফ কারিরা আগেই সোনা নিশ্চিত করেছেন। কাল ছিল নারীদের ইভেন্ট। আগের ৭ বারের চ্যাম্পিয়নরা ফেবারিট হয়েই নেমেছিল কোর্টে। তবে এই ম্যাচে ফ্রান্সের মেয়েরা নিয়েছে যুক্তরাষ্ট্রের কড়া পরীক্ষা।  

ম্যাচের একেবারে শেষ সেকেন্ডে ফ্রান্সের গ্যাবি উইলিয়ামস আরেকটি থ্রি–পয়েন্টার মেরে সমতা ফিরিয়েছেন। কিন্তু বল ছোড়ার সময় উইলিয়ামস থ্রি–পয়েন্ট লাইনের একটু ভেতরে ঢুকে যান। খালি চোখেও ৩ পয়েন্ট মনে হলেও, রিপ্লে থেকে জানা যায় ২ পয়েন্ট পাচ্ছে ফ্রান্স। আর ম্যাচ শেষ সেখানেই। রুদ্ধশ্বাস উত্তেজনার পরই সোনা জিতেছে যুক্তরাষ্ট্র, জিতেছে ৬৭–৬৬ পয়েন্টে।

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ