মাস্কের দল গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
আপলোড সময় :
০৭-০৭-২০২৫ ১২:৫৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৫ ১২:৫৭:২৫ অপরাহ্ন
‘আমেরিকান পার্টি’ নামে বিজনেস আইকন ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় রোববার (৬ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেছেন বলে জানায় বিবিসি।
এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের ওপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় একটি দল শুরু করা খুবই হাস্যকর, আমেরিকায় সবসময় দুই দলীয় ব্যবস্থা ছিল, আর আমি মনে করি তৃতীয় দল শুরু করলে শুধু বিভ্রান্তি বাড়বে।’
কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দেওয়ার পর ইলন মাস্ক গত সপ্তাহে এক্সে পোস্ট করে জানান, তিনি আমেরিকান পার্টি নামে একটি নতুন দল গঠন করছেন, যা রিপাবলিকান ও ডেমোক্রেটিক এই দল বা ‘ইউনিপার্টির’ বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।
ট্রাম্প এবং মাস্ক আগে বেশ ঘনিষ্ঠ ছিলেন। টেসলা প্রধান মাস্ক যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডোজ) এর নেতৃত্বে ছিলেন, যার কাজ ছিল সরকারি খরচ কমানো।
মাস্ক বারবার এমন সরকারি নীতির সমালোচনা করেছেন, যেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ বাড়ায়।
রোববার মাস্ক বলেন, ‘ভবিষ্যতে যেকোনো সময় নতুন এই দলটি তাদের একজন প্রেসিডেন্ট প্রার্থীর প্রতি সমর্থন জানাতে পারে, তবে পরবর্তী ১২ মাসের লক্ষ্য হলো হাউজ এবং সেনেট (পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষ)।’
ট্রাম্প রোববার তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে পোস্ট করে বলেন, ‘গত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাতে দেখা আমার জন্য কষ্টদায়ক, সে যেন এক ধরনের ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছে।’
এই পোস্টে মাস্কের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) আদেশ বা ইলেকট্রিক গাড়ি বাধ্যতামূলক করার প্রচেষ্টার সমালোচনা করা হয়। ট্রাম্প বলেন, ‘এটি হলে সবাইকে খুব অল্প সময়ের মধ্যে জোর করে ইলেকট্রিক গাড়ি কিনতে বাধ্য করা হতো।’
ট্রাম্পের ট্যাক্স ও ব্যয় পরিকল্পনা, যা ৪ঠা জুলাই আইনে পরিণত হয়েছে, তাতে ইলেকট্রিক গাড়ির জন্য কর ছাড় বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, তিনি মাস্কের এই ইভি আদেশের প্রস্তাব শুরু থেকেই বিরোধিতা করে আসছেন এবং কেন আইনে ইভি বাধ্যতামূলক করা হয়নি, তার ব্যাখ্যাও দেন।
ট্রাম্প বলেন, ‘এখন মানুষ চাইলে যেকোনো গাড়ি কিনতে পারবে, পেট্রোলচালিত, হাইব্রিড (যেগুলো ভালো চলছে), বা নতুন প্রযুক্তির যেকোন গাড়ি। এখন ইলেকট্রিক গাড়ি আর বাধ্যতামূলক নয়।’
এই আইন সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি উৎপাদনের খরচ বাড়িয়েছে, তবে স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা কর্মসূচিতে কাটছাঁট করা হয়েছে, যা বিতর্কের জন্ম দেয়।
ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদ চলাকালে মাস্ক অনলাইনে তার এই নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন, যেখানে তিনি বারবার ট্রাম্পের ব্যয় পরিকল্পনার সমালোচনা করেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স