জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি আর নেই
আপলোড সময় :
০৭-০৭-২০২৫ ১০:০৬:০৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৫ ১০:০৬:০৭ পূর্বাহ্ন
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার (৬ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তিনি লিখেন, ‘আমার শ্রদ্ধেয়া শাশুড়ি মুহতারামা আয়শা আহমদ কিছুক্ষণ আগে দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। إنا لله وإنا إليه راجعون।’
‘আমাদের পরিবার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। তার চিকিৎসাধীন অবস্থায় আপনারা খোঁজ-খবর নিয়েছেন এবং দোয়া করেছেন- এটি আমাদের জন্য বড় সান্ত্বনা।’
পোস্টে আরও লিখেন, “হায়াত ও মাউত দুটোই আল্লাহ তা'য়ালার ফায়সালার বিষয় ও নিয়ামত। আল্লাহ তা'য়ালা তার এই বান্দির প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন এবং অনন্ত জীবনের সফরে তাকে রহমতের ফেরেশতা দ্বারা সাহায্য করুন। সকলের কাছে সেই দো'য়াই আমরা প্রত্যাশা করি।”
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স