ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল

আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১০:০৫:১৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১০:০৫:১৫ পূর্বাহ্ন
জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ।

রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ এর উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, “আমার মনে হয়, একটা ব্যাপারে আমরা একমত। আমাদের দেশের যে, জাতীয় নিরাপত্তা সেই নিরাপত্তা রক্ষার ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ আছে। এখানে কেউ কেউ বলতে চেষ্টা করেছেন, কিছুটা বিভেদ আছে, বিভাজন আছে সেটা জনগণের মধ্যে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ও পথে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে যেটা স্বাভাবিক।”

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশের মানুষ কিন্তু প্রয়োজনের সময় সব সময় ঐক্যবদ্ধ থেকেছে। প্রতিটি ক্রান্তিকালে প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের নিরাপত্তা রক্ষা করেছে, দেশকে রক্ষা করেছে। সেই তিতুমীরের পরে থেকে শুরু করে একেবারে ২৪ পর্যন্ত প্রতিটি সময়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটি জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য।”

সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “প্রশ্নটা হচ্ছে, গণতন্ত্রে ফিরে যাওয়ার, প্রশ্নটা হচ্ছে, গণতন্ত্রের উত্তরণ ঘটানো, প্রশ্নটা হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা। আমরা রাষ্ট্র মেরামতের কথা বলেছি অনেক আগেই। ২০২৩ সালে ৩১ দফার কথা বলেছি যেখানে পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। কিন্তু কোথায় সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয়, আমাদের চিন্তা-ভাবনার মধ্যে এই জায়গায়টায় আমাদের এক হওয়া দরকার, অর্থাৎ আমরা সবাই এক হয়ে এগোনো দরকার। রাজনৈতিক দল যেহেতু আমাদের মধ্যে বিভিন্ন মত থাকবেই, সেই মতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি, আমরা গণতন্ত্রে ফিরে যাব, জনগণের ক্ষমতায়ন করব, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেব, সেই কাজ ভোট প্রদানের মধ্য দিয়ে জনগণ তার মতকে প্রতিষ্ঠিত করবে এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফএসডিএস সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নির্বাচন সংস্কার কমিশনের আহ্বায়ক বদিউল আলম মজুমদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নূর উদ্দিন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, কবি ফরহাদ মজহার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সাবেক আইজিপি আশরাফুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ