জুলাই সনদ আদায়ে ৩ আগস্ট থেকে ফের মাঠে নামবে এনসিপি: নাহিদ
আপলোড সময় :
০৫-০৭-২০২৫ ১২:১৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৫ ১২:১৯:৪৩ অপরাহ্ন
নতুন সংবিধানে ‘জুলাই সনদ’ সংযুক্ত না হলে আগামী ৩ আগস্ট থেকে ঢাকার রাজপথে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ‘জুলাই পদযাত্রা’র চতুর্থ দিনের কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ নিয়ে আমরা দেখছি তালবাহানা হচ্ছে। বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্রে নাকি সাংবিধানিক কোনো স্বীকৃতি থাকবে না। জুলাই সনদ অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এ জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে আহত ও শহীদ হয়েছে তাদের মর্যাদা ও নিরাপত্তার কথা থাকতে হবে নতুন বাংলাদেশের নতুন সংবিধানে। ইনশাআল্লাহ আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতীয় নাগরিক পার্টি জমায়েত হবে এবং অন্তবর্তী সরকার থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেয়া হবে।’
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। আমরা আশা করেছিলাম এই এক বছরে দেশের পরিবর্তন হবে। কিন্তু এখনও সেই স্বপ্ন পূরণ হয়নি। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হয়নি। আমরা দেখছি, আগের স্বৈরাচারী কাঠামো এখনো বহাল রয়েছে। লুটেরা, দুর্নীতিবাজদের রক্ষা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা রাজপথে নেমেছিল নতুন কাঠামো, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। কেবল একটি দলকে সরিয়ে অন্য দল বসানোর জন্য আমরা আন্দোলন করিনি। আমরা মাঠে নেমেছি গণঅভ্যুত্থানের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে। ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’
দিনাজপুরবাসীর উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘এই জেলার মানুষ ইতিহাসের সাক্ষী। নীল বিদ্রোহ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দিনাজপুরের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। ৭১-এ পাক হানাদারদের বিরুদ্ধেও এখানকার মানুষ অস্ত্র ধরেছিল।’
তিনি আরও বলেন, ‘ধান-চালের জেলা দিনাজপুরের কৃষক ন্যায্য মূল্য পায় না। রাজধানীসহ বিভিন্ন জেলায় এখানকার উৎপাদিত চাল পাঠানো হয়। দিনাজপুর উৎপাদন করবে, আর ভোগ করবে ঢাকা এই বৈষম্য আমরা চাই না। আঞ্চলিক বৈষম্যকে চিরতরে বিদায় দিতে হবে।’
পথসভায় বক্তব্য দেয়ার আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দিনাজপুর বড়মাঠ থেকে ইনস্টিটিউট মাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে গণসংযোগ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. আব্দুল আহাদ, সদস্য সচিব আখতার হোসেন ও ডা. তাসনিম জারা প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স