ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

১৮তম জন্মদিনে কঠোর গোপনীয়তায় জাঁকজমকপূর্ণ আয়োজন করছেন ইয়ামাল

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:৩৯:৩৮ পূর্বাহ্ন
১৮তম জন্মদিনে কঠোর গোপনীয়তায় জাঁকজমকপূর্ণ আয়োজন করছেন ইয়ামাল
বেশ কয়েকদিন ধরেই মাঠের বাইরের ইস্যুতে আলোচনার কেন্দ্রে আছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। বয়স ১৮ হওয়ার আগেই প্রায় দ্বিগুণ বয়সী নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন চলছে। যদিও সেসব অস্বীকার করেছে উভয়পক্ষই। আর মাত্র ৯ দিন পরই (১৩ জুলাই) স্প্যানিশ এই ফরোয়ার্ডের ১৮ বছর পূর্ণ হতে যাচ্ছে। বিশেষ এই মুহূর্ত উদযাপনে বেশ গোপনীয়তার পথে হাঁটতে যাচ্ছেন ইয়ামাল, এমনকি অতিথিদেরও কিছু শর্ত দিয়েছেন।

প্রাপ্তবয়স্ক হওয়ার এই সময়টা লামিনে ইয়ামালের জন্য অনেক বিশেষ কিছু হতে যাচ্ছে। সে কারণেই বেশ জাকজমকের সঙ্গে বিলাসবহুল স্থান, মিউজিক ও উচ্চ-পর্যায়ের ব্যবস্থাপনা রাখছেন ১৯ বছরে পা দেওয়ার প্রাক্কালে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কোপ’। এখনও লামিনের জন্মদিন উদযাপনের স্থান প্রকাশিত না হলেও স্পেনের ইবিজায় হতে পারে বলে ধারণা করছে গণমাধ্যমটি।

গুঞ্জন রয়েছে যতটা সম্ভব গণমাধ্যম ও ক্যামেরার চোখ এড়িয়ে এই অনুষ্ঠান করতে চান বার্সেলোনার এই তারকা। ইবিজা দ্বীপে আয়োজন করা হতে পারে তার জন্মদিনের পার্টি। সাংবাদিক ভিক্টর নাভারো জানিয়েছেন, খুব সতর্কতার সঙ্গে ভিআইপি অতিথিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। গোপনীয়তা রক্ষার্থে নির্ধারিত ভেন্যু জানানো হবে অনুষ্ঠানের দুয়েকদিন আগে।

কোপ টকশোতে আলোচনার মাঝে উল্লেখ করা হয়, স্পেনের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ব্যাড গায়াল ও পুয়ের্তো রিকোর র‌্যাপার ওজুনা লামিনে ইয়ামালের জন্মদিনে পারফর্ম করতে পারেন। তারকা খেলোয়াড় ও ভিআইপি অতিথিরা সেখানে উপস্থিত হলেও একটি কঠোর শর্ত দেওয়া হয়েছে তাদের। আর তা হচ্ছে– অনুষ্ঠানস্থলে কোনো মোবাইল-ফোন অনুমোদিত নয়। অর্থাৎ, আগত অতিথিরা ফোন বাইরে রেখেই অনুষ্ঠানে প্রবেশ করতে হবে। অনলাইনে যেকোনো ধরনের ভিডিও–ছবি যাতে ফাঁস না হয়, তা ঠেকাতেই নাকি এই সিদ্ধান্ত!

এদিকে, একইদিন আবার লামিনে ইয়ামালের ঘনিষ্ঠ বন্ধু নিকো উইলিয়ামসেরও জন্মদিন। তবে অ্যাথলেটিক ক্লাব থেকে বার্সেলোনায় আসতে যাওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ডের আয়োজনও ইবিজায় হবে কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। কয়েকদিন পরই ইয়ামালের গায়ে উঠতে যাচ্ছে বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি, সেই আলোচনাও কয়েকদিন ধরে শিরোনাম হচ্ছে গণমাধ্যমের। যে জার্সি এর আগে রোনালদিনিয়ো ও লিওনেল মেসির মতো ক্লাব কিংবদন্তিরা পরেছেন। কাতালান ক্লাবটি থেকে ধারে (লোন) এএস মোনাকোতে যাচ্ছেন আনসু ফাতি, এরপরই ১০ নম্বর জার্সির মালিকানায় শূন্যতা পূরণে সবার আগে ওঠে লামিনে ইয়ামলের নামটি।

প্রসঙ্গত, সম্প্রতি আসন্ন ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে লা লিগা। আগামী ১৭ আগস্ট ম্যালোরকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা নতুন মৌসুম শুরু করবে। এর আগে জুলাই মাসেই স্কোয়াডে থাকা ফুটবলারদের হাজির হওয়ার নির্দেশ দেবে ক্লাবটি। কারণ প্রাক-মৌসুম প্রস্তুতিতে তারা মূল লড়াই শুরুর আগেই এশিয়া সফরে যাবে।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ