বাংলাদেশের পারফরম্যান্সে হতবাক টাইগারদের সাবেক কোচ
আপলোড সময় :
০৪-০৭-২০২৫ ১০:২৯:১১ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৭-২০২৫ ১০:২৯:১১ পূর্বাহ্ন
লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে টাইগারদের ব্যাটিং দেখে হতবাক টাইগারদের সাবেক কোচ চম্পাকা রামানায়েকে। ক্রিকেটে এমন দিন আসতে পারে, তবে তার মতে এটা বাংলাদেশ বলেই বারবার এমনটা হওয়া সম্ভব। হাসারাঙ্গাকে নিয়ে মিরাজদের সঠিক পরিকল্পনার অভাব ছিল বলেও মত তার। বোলিং নিয়ে প্রশংসা করেন লঙ্কান সাবেক পেসার।
টাইগারদের সাবেক কোচ চম্পকা রামানায়েকে মনে করেন, বাংলাদেশের ব্যাটিং ধস কেবলই পারফরম্যান্সের ব্যর্থতা নয়, বরং এটি টাইগারদের মানসিকতা ও ব্যাটিং দৈন্যতারই প্রতিচ্ছবি। টাইগারদের এমন পারফরম্যান্সে হতবাক এই লঙ্কানও।
গেইম অ্যাওয়ারনেস নিয়েও প্রশ্ন তুললেন এই লঙ্কান। শান্ত, লিটন এক ওভারে আউট হওয়ার পর তানজিদের বড় শট খেলতে অবাক করেছে তাকে। যদিও এমন পারফরম্যান্স এর আগেও করেছেন বাংলাদেশ। বাংলাদেশের সাবেক কোচ চম্পাকা রামানায়েকে বলেন, 'এটা ক্রিকেটে হতেই পারে, তবে এটা বাংলাদেশ বলে নিয়মিত হওয়া সম্ভব। ১০০ রানে ২ উইকেট, এরপর ১০৫-এ ৭ উইকেট। তানজিদ দারুণ ব্যাটিং করেছে, তার ব্যাটিং আমার পছন্দ। তবে যখন দুই উইকেট এক ওভারে পড়ল, তখন তার উচিত ছিল খেলাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বড় শট খেলার প্রয়োজন ছিল না। টার্গেটও বড় ছিল না। এটা মানসিক খেলা, অবস্থা বুঝে আপনি কীভাবে সামলাবেন সেটা একজন দায়িত্বশীল ব্যাটাররা বানাবে। এটা নতুন দল আমি জানি, তবে এমনটা হওয়া উচিত ছিল না।'
লেগ স্পিন সামলানোতে দক্ষতা কম টাইগারদের। ঘরোয়া স্তরে মিস্ট্রি স্পিনার না থাকার কারণে কীভাবে খেলতে হবে সেটা নিয়েও আছে ঘাটতি। তাই বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্বাভাবিক বলগুলোও খেলতে পারবে না। টাইগারদের সাবেক কোচের মতে, হাসারাঙ্গাকে নিয়ে ভালো প্রস্তুতি থাকা দরকার ছিল মিরাজদের।
ক্রিকেটে পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেই কাজটাই করতে পারেনি। বোলিংটা আশা দেখালেও, লিটন, হৃদয়, মিরাজদের দায়িত্বহীনতায় হতাশ চম্পাকা রামানায়েকে। তবে দলের উপর ভরসা রাখছেন লঙ্কান কোচ। ভুল থেকে দ্রুত শিক্ষা নিতে পারলে দারুণ করবে এই দল বলেও প্রত্যাশা চম্পাকার।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স