একাধিক ইস্যু নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ
আপলোড সময় :
০৪-০৭-২০২৫ ১০:২৮:৩৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৭-২০২৫ ১০:২৮:৩৭ পূর্বাহ্ন
রুশ প্রেসিডেন্টের একজন সহকারী জানিয়েছেন, ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংক্রান্ত বিষয় নিয়ে এক ঘণ্টাব্যাপী বিস্তারিত ফোনালাপ করেছেন।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, এই ফোনালাপে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়। পুতিন মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইরান ও পুরো অঞ্চলের বিষয়ে ট্রাম্পের সঙ্গে গভীর আলোচনা করেন।
ফোনালাপে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়টি উল্লেখ করেন। জবাবে পুতিন জানান, রাশিয়া ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। দুই নেতা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি ও দ্বিপাক্ষিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন, যদিও যুক্তরাষ্ট্রের ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি।
পুতিন আবারও বলেন, ইউক্রেন যুদ্ধের লক্ষ্য রাশিয়া অর্জন করবেই এবং সংকটের মূল কারণগুলো সমাধানে রাশিয়া তার প্রচেষ্টা চালিয়ে যাবে।
উশাকভ আরও বলেন, ট্রাম্প ও পুতিন সিরিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এই বিষয়ে পরামর্শ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হন।
রুশ ঊর্ধ্বতন এই কর্মকর্তা জানান, পুতিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে অভিনন্দন জানান এবং বলেন, প্রয়োজনে ভবিষ্যতে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করা যেতে পারে। তার আগে, উভয় পক্ষ নিয়মিত যোগাযোগ চালিয়ে যাবে বলে সম্মত হয়েছে।
সূত্র: মেহের নিউজ
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স