ঢাকা , শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

‘গাজার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে’

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:২৩:৪৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:২৩:৪৪ পূর্বাহ্ন
‘গাজার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে’
ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তাদের নিরাপদ থাকাটাই আমার কাছে মুখ্য।’

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। 

ট্রাম্প বলেন, ‘তারা (গাজাবাসী) নরকের ভেতর দিয়ে যাচ্ছে। আমি গাজাবাসীর নিরাপত্তা দেখতে চাই।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় অনুপ্রবেশ করে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। ওই হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই নারী ও শিশু।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজায় মার্কিন দখলের প্রস্তাব উত্থাপন করেন ট্রাম্প। তার প্রস্তাব বৈশ্বিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিলেও মাঝেমধ্যেই তিনি এই পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার গাজায় এখনও মার্কিন দখল চান কিনা, সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এর চেয়েও বেশি চাই, আমি চাই গাজাবাসী নিরাপদ থাকুক।’

এরমধ্যে আবার গাজায় যুদ্ধবিরতি নিয়েও একাধিকবার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহের শুরুতেই তিনি একবার বলেছিলেন, আগামী সপ্তাহের কোনও এক সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের বিষয়ে তিনি আশাবাদী।

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সোমবার ওয়াশিংটন ডিসিতে আসবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে গাজা ও ইরান ইস্যুতে আলাপ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ