ঢাকা , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার স্বীকৃতি

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১০:২১:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১০:২১:৩৪ পূর্বাহ্ন
তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার স্বীকৃতি
প্রায় দুই দশক ইঙ্গো-মার্কিন জোটের সঙ্গে যুদ্ধের পর আফগানিস্তানের ক্ষমতায় বসা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো রাশিয়া। কাবুলের মসনদে বসার চার বছর পর তালেবান কর্তৃপক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ স্বীকৃতি দিলো পুতিনের নেতৃত্বাধীন মস্কো প্রশাসন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ওই বিবৃতিতে রাশিয়া বলেছে, চার বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান কর্তৃপক্ষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে মস্কো। আমরা বিশ্বাস করি, আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতির ফলে আমাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় গতি আসবে। 
 
এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিলো। 
 
আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে কাবুলে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সাথে একটি বৈঠকের একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’
 
তিনি আরও বলেন, ‘এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার চেয়ে এগিয়ে ছিল।’

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ