ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে হামাস
আপলোড সময় :
০৩-০৭-২০২৫ ১১:০৩:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৩-০৭-২০২৫ ১১:০৩:৩০ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চূড়ান্ত’ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। তবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার ছাড়া কোনো চুক্তি টেকসই হবে না, এমন অবস্থানে এখনও অনড় তারা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের ওপর দখলদার বাহিনীর বর্বরতা। ইসরাইলি সেনাদের হামলায় একদিনে গাজায় ১১১ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন এক ইসরাইলি সেনা। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ইসরাইলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বুধবার (২ জুলাই) দখলদার বাহিনীর গোলাবর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির।
হাসপাতাল সূত্র জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষয় ছিলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য বলছে, শুধু গত পাঁচ সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৬ শতাধিক ফিলিস্তিনি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স