ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ফিওরেন্তিনায় যোগ দিলেন ডেভিড ডি গিয়া: নতুন ক্লাবে নতুন শুরু

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৮:৪০:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০৮:৪০:৫৫ অপরাহ্ন
ফিওরেন্তিনায় যোগ দিলেন ডেভিড ডি গিয়া: নতুন ক্লাবে নতুন শুরু ২০২৩ এফএ কাপের ফাইনালে সবশেষ ম্যানইউর হয়ে মাঠে নেমেছিলেন ডি গিয়া।

রোম, ১০ আগস্ট: দীর্ঘ এক বছরের ক্লাবহীনতা শেষে স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি গিয়া অবশেষে পেয়েছেন নতুন ঠিকানা। ৩৩ বছর বয়সী এই গোলকিপারকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। ডি গিয়ার সঙ্গে ফিওরেন্তিনা এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে, তবে চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে।

 

ডি গিয়ার জন্য এটি একটি নতুন অধ্যায়ের সূচনা, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডে ১২ মৌসুম কাটানোর পর ২০২৩ সালের জুলাইয়ে চুক্তি শেষ হওয়ার পর থেকে ক্লাবহীন ছিলেন। তার দীর্ঘ ক্যারিয়ার তাকে প্রিমিয়ার লিগের অন্যতম শীর্ষ গোলকিপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

ফিওরেন্তিনা, যারা গত মৌসুমে সিরি আ-তে অষ্টম স্থান অর্জন করেছিল এবং কনফারেন্স লিগের শেষ দুটি ফাইনালে খেলার অভিজ্ঞতা অর্জন করেছে, এবার ডি গিয়াকে দলে নিয়ে তাদের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে চায়। ডি গিয়া ফিওরেন্তিনায় যোগ দিয়ে ইতালিয়ান ফুটবলে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত, এবং তার অভিজ্ঞতা ফিওরেন্তিনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ