করোনায় আরও ১ জনের মৃত্যু
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ১০:০২:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ১০:০২:১৭ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২৭ জন।
বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ২১ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি একজন নারী। তার বয়স ৭১-৮০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২৩ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৬০৯ জন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স