ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:০১:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:০১:১৯ অপরাহ্ন
প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলে পা রেখেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে সন্ধ্যায় বাহরাইন-তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করেছে। এই ড্রয়ে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ নারী দল গ্রুপ সেরা হয়েছে। যার ফলে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল খেলবে। 

দুই ম্যাচ শেষে বাংলাদেশের নামের পাশে ৬ পয়েন্ট। স্বাগতিক মিয়ানমারের ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট করে। বাংলাদেশ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হারলে এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জিতলে তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। তাই আর কোনো বাধা নেই এশিয়ান কাপে খেলার।

১৯৮০ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলেছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দল। তবে নারী ফুটবল দলের কখনো এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলা হয়নি। সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এই আসর।

এদিকে, এশিয়ান কাপে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা অনেকটা নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। দুই ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি গোল ব্যবধানেও অনেকটা এগিয়ে গেল লাল-সবুজের দল। 

শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ড্র করলেও এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হবে বাংলাদেশের। তবে হেরে গেলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে মায়ানমার-বাহরাইন ম্যাচের দিকে চোখ রাখতে হবে ঋতুপর্ণাদের।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ