ঢাকা , বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ , ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ ই-পেপার

বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাব না: নাহিদ

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ১০:০০:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১০:০০:৪৬ অপরাহ্ন
বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচনে যাব না: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। সেই নির্বাচন জনগণের নির্বাচন হবে না। জুলাই সনদ এ মাসে হওয়ার কথা সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় হবে ইনশাআল্লাহ।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে বিকেলে শহরের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে শুরু হয় পদযাত্রা। পরে গোশালা বাজার, বিডিআর গেট হয়ে মিশন মোড়ে পদযাত্রা শেষে অনুষ্ঠিত হয় পথসভা। 

নাহিদ ইসলাম বলেন, ভারত অন্যায্যভাবে আমাদের নদীর পানির হিস্যা বুঝিয়ে দেয় না। জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নদী ও সীমান্তসুরক্ষা আন্দোলন শিগগিরই শুরু হবে। আমরা এ অঞ্চলের মানুষের নদীর অধিকার, সীমান্তে বেঁচে থাকার অধিকার আদায় করে ছাড়ব।
 
তিনি বলেন, সময়ের প্রয়োজনে বাংলাদেশের মানুষের আহ্বানে এবং এত এত শহীদের আত্মত্যাগের ঋণ শোধ করতেই আমাদের দল গঠন করতে হয়েছে। যাতে আপনারাও একটা বিকল্প পান, একটা বিকল্প নেতৃত্ব বেছে নিতে পারেন। আমাদের সহায়তা করুন, সহযোগিতা করুন। বাংলাদেশের তরুণরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, সেই লড়াইয়ে আমরা-আপনারা একসঙ্গে থাকব।
 
নাহিদ ইসলাম বলেন, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে যে আঞ্চলিক বৈষম্য রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও কাজের ক্ষেত্রে, সে অধিকার আমরা নিশ্চিত করতে চাই। যোগাযোগসহ তথ্য-প্রযুক্তির উন্নতির মাধ্যমে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা,  মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদ, এনসিপির লালমনিরহাট জেলা কমিটির প্রধান সমন্বয়ক রকিবুল হাসান, আসাদুল্লাহ আল গালিব ও  আবু সাঈদ লিয়ন, উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু এবং মোহাম্মদ আতাউল্লাহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : mainadmin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ