রংপুর, ১০ আগস্ট: রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের বাড়িতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শনিবার সকালে ড. ইউনূস এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে যান।
আবু সাঈদ, যিনি গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন, তার কবর জিয়ারত করেন ড. ইউনূস এবং তার সঙ্গীরা। আবু সাঈদের পরিবার ও এলাকাবাসী ড. ইউনূসের এই সম্মান প্রদর্শনে আবেগাপ্লুত হন।
ড. ইউনূস বলেন, "আবু সাঈদ আর কেবল একটি পরিবারের সন্তান নন, তিনি এখন পুরো বাংলাদেশের সন্তান। তার সাহসিকতা ও ত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।"
তিনি আরও বলেন, "আবু সাঈদ জাতির জন্য এক অবিশ্বাস্যভাবে সাহসী যুবক ছিলেন। তার সাহস আমাদের প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।"
আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম তাদের ছেলের হত্যার বিচার দাবি করেন। তাদের কথা শুনে ড. ইউনূস ও তার সঙ্গীরা অশ্রুসিক্ত হয়ে পড়েন।
ড. ইউনূস আবু সাঈদের পরিবারকে জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করেন এবং বলেন, "আবু সাঈদের কথা বাংলাদেশের প্রতিটি ঘরে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের সকলকে তার মতোই সাহসিকতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।"
তিনি আরও বলেন, "আবু সাঈদ এখন জাতি-ধর্ম নির্বিশেষে সবার সন্তান। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, যেন কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটে।"
অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে ড. ইউনূস আবু সাঈদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এক। আবু সাঈদের মা এখন আমাদের সবার মা। আমাদের তাকে এবং তার পরিবারের মতো সব পরিবারকে রক্ষা করতে হবে।"