হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে সতর্কতা জারি
আপলোড সময় :
০২-০৭-২০২৫ ১১:৩০:১৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০৭-২০২৫ ১১:৩০:১৩ পূর্বাহ্ন
দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি যোদ্ধারা। এতে পুরো দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (১ জুলাই) রাতে এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়েছে হুতি যোদ্ধারা। এর প্রতিক্রিয়ায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সক্রিয় করা হয়েছে। এ সময় দেশটিতে নতুন করে হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে।
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এই ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দেশটির বেশ কয়েকটি স্থানে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সক্রিয় করা হয় এবং হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স