ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের আরও দুই বিচারপতির পদত্যাগ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৮:৩১:১০ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০৮:৩১:১০ অপরাহ্ন
প্রধান বিচারপতির পদত্যাগের পর আপিল বিভাগের আরও দুই বিচারপতির পদত্যাগ ফাইল ফটো

ঢাকা, ১০ আগস্ট: প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের পর আপিল বিভাগের আরও দুই বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করেছেন। শনিবার বিকেলে তাঁদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

 

বিকেল চারটার দিকে দুই বিচারপতির পদত্যাগের বিষয়টি সুপ্রিম কোর্টে আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে আজ বেলা আড়াইটার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের সিদ্ধান্ত নেন, যা আন্দোলনকারীদের দাবি পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

সকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে সাত বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেলা দেড়টার দিকে প্রধান বিচারপতির পদত্যাগের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

 

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ দুপুরে সচিবালয়ে বলেন, "গণ-আন্দোলনের দাবি সম্মান করতে হবে, এবং প্রধান বিচারপতি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আমাদের প্রত্যাশা।" এর কিছুক্ষণ পরেই প্রধান বিচারপতির পদত্যাগের সিদ্ধান্তের খবর আসে, যা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন মোড় নিয়ে আসতে পারে।

 

 

 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ