প্রধান উপদেষ্টা কী বলেছিলেন সেই বৈঠকে, জানালেন সিইসি
আপলোড সময় :
০১-০৭-২০২৫ ০৬:৪৬:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৫ ০৬:৪৬:৩২ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কী আলাপ হয়েছিল তা নিয়ে কদিন ধরেই চলছে নানা আলোচনা। সৌজন্য সেই সাক্ষাতের বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করায় শুরু হয় এই জল্পনা।
অবশেষে সেই জল্পনা শেষ হতে চলেছে। সেদিনের সেই বৈঠকে কী কথা হয়েছিল তা জানিয়েছেন সিইসি। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছে। আমরা বলেছি, নির্বাচন কমিশন `ফুল গিয়ারে' প্রস্তুতি নিচ্ছে।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা চান ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক। তবে জাতীয় নির্বাচনের কোনো তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
তবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ধরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। সিইসি বলেন, যথা সময়ে নির্বাচনের তারিখ এবং সিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যদিয়ে আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। সরকার যখন চায় তখন যেন আমরা ইলেকশনটা করতে পারি।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স