ঐক্যের কোনো লক্ষণ নেই, বিভাজন আরো বাড়ছে : জিল্লুর রহমান
আপলোড সময় :
০১-০৭-২০২৫ ১১:৪১:৫২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৫ ১১:৪১:৫২ পূর্বাহ্ন
টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে, ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। ঐক্যের কোনো লক্ষণ নেই। বিভাজন আরো বাড়ছে। মুরাদনগরের ঘটনা একটা নেক্কারজনক ধর্ষণকে কেন্দ্র করে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ। একজন উপদেষ্টা বিদেশ যাওয়াকালে এয়ারপোর্টে ব্যাগের মধ্যে ম্যাগজিন নিয়ে ঢুকছেন। কারো মধ্যে কোনো বিকার নেই। কারো মধ্যে বলতে আমি সরকারের মধ্যে সরকার প্রধানের মধ্যে দায়িত্বশীল ব্যক্তিবর্গের মধ্যে কোনো বিকার নেই।
নিজের ইউটিউন চ্যানলে দেশের সমসাময়িক পরিস্থিতি তুলে ধরে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, যেকোনো একটা শিশুও বোঝে, একটা খেলনা পিস্তল নিয়ে বা একটা খেলনা অস্ত্র নিয়ে এয়ারপোর্টে যাওয়া বিপদজনক।
ফ্লাইতো করা পরের কথা। সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রভাবশালী উপদেষ্টা এই কাজটা করেছেন।
উনি অবশ্য বিদেশে বসে ট্রানজিটে বসে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন, কীভাবে এটা ভুল হয়েছে। অস্ত্রটা বাড়িতে রেখে এসছেন। একটা ম্যাগজিন বাড়িতে রেখে এসছেন। এটা ওনার ব্যাগের মধ্যে ঢুকে পড়েছে। ভুল মানুষ মাত্রই হতে পারে।
আমারও হয়, আপনারও হয় কিন্তু উনি যে অস্ত্র বহন করেন ওনার যে অস্ত্র আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন নিরাপত্তার কথা, তাহলে সরকারি নিরাপত্তা কি উনি নেন না? রাষ্ট্র উপদেষ্টা হিসেবে ওনাকে যে নিরাপত্তা দিচ্ছে, সেটা কি যথেষ্ট নয়? এই প্রশ্ন তো তোলাই যায়।
জিল্লুর রহমান বলেন, ব্যক্তিগতভাবে অনেকের অস্ত্রের লাইসেন্স নিতে পারেন। অস্ত্র ক্যারি করতে পারেন। যদিও সেগুলো অনেক নিয়ম কানুনের বিষয় আছে। কিন্তু আমরা যদি বিবেচনা করি, অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য, যেসব যোগ্যতা দরকার, সেই যোগ্যতা উপদেষ্টা হওয়া ছাড়া, এই উপদেষ্টা মহোদয়ের আছে কি-না? কারণ, আমরা জানি একজনের অস্ত্রের লাইসেন্স নিতে হলে, তার আর্থিক সামর্থ্য কি থাকা দরকার। অফিশিয়ালি কি থাকা দরকার। তার ট্যাক্স রিটার্নে কি থাকে?
তিনি বলেন, আমি জানি না আসিফ মাহমুদ একজন ছাত্র। কয়েকদিন আগেও দেখলাম নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এডমিশন টেস্ট দিচ্ছেন। তার কত ইনকাম ছিল, তার কোনো ট্যাক্স ফাইল আছে কিনা? উপদেষ্টা হওয়ার আগে, আমি জানি না। আমার এই না জানার অক্ষমতা সেটা আপনারা মাফ করবেন। একটা বয়স হতে হয়, যেকোনো বয়সের যে কেউ অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারে না। আমার জানা মতে, আসিফ মাহমুদের সেই বয়সটা হয়নি। যদি না তিনি বয়স লুকিয়ে থাকেন বা অন্য কিছু করে থাকেন।
নিউজটি আপডেট করেছেন : mainadmin
কমেন্ট বক্স