ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

সীমান্তে শান্তি ফিরেছে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১০-০৮-২০২৪ ০৮:২৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৪ ০৮:২৫:২৭ অপরাহ্ন
সীমান্তে শান্তি ফিরেছে ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও, ১০ আগস্ট: দেশের চলমান পরিস্থিতির কারণে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকাগুলোর কিছু ‘মাইনরিটি’ জনগোষ্ঠীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছিল। তবে বিজিবির সার্বক্ষণিক টহল এবং তৎপরতার ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

শনিবার (১০ আগস্ট) দুপুরে আটোয়ারীর বালিয়া সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. তৌহিদুর রহমান। তিনি সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন।

 

স্থানীয় ইউপি সদস্য দীপ চন্দ্র সিংহ জানান, "বিজিবির সহযোগিতায় আমরা অনেকটাই স্বস্তিতে আছি। তারা আমাদের আশ্বাস দিয়েছে, যেকোনো প্রয়োজনে তারা আমাদের পাশে থাকবে।"

 

একইভাবে স্থানীয় বাসিন্দা চিত্রানি রানী বলেন, "আমি এই দেশে জন্মেছি, এই দেশেই থাকব। আমাদের এলাকায় কোনো অশান্তি বা হামলার ঘটনা ঘটেনি। আমরা এখানে শান্তিতেই আছি।"

 

কর্নেল তৌহিদুর রহমান জানান, সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করা হয়েছে। বিজিবি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। তিনি আরও বলেন, "সীমান্ত এখন সম্পূর্ণ শান্ত রয়েছে, এবং মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল অব্যাহত রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"

 

পরিদর্শনের সময় ৫০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ, সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী, এবং কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ