ঢাকা, ১০ আগস্ট: বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র ২২ দিনের মাথায় পদত্যাগ করেছেন মো. হারুন-উর-রশীদ আসকারী। শনিবার (১০ আগস্ট) তিনি ‘উদ্ভূত পরিস্থিতি ও ব্যক্তিগত কারণে’ পদত্যাগপত্র জমা দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা একাডেমির ফেসবুক পেজে এই পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
মো. হারুন-উর-রশীদ আসকারী জানান, পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং রোববার মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ গণমাধ্যমকে জানান, "আজ দুপুরের পর তিনি (হারুন-উর-রশীদ আসকারী) আমাকে ফোনে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পদত্যাগপত্রটি আমার দফতরে এসেছে কিনা তা নিশ্চিত করতে হবে।"
প্রসঙ্গত, গত ১৮ জুলাই মো. হারুন-উর-রশীদ আসকারী বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান, যেখানে তিনি কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হন। তবে দায়িত্ব গ্রহণের মাত্র ২২ দিনের মধ্যেই তার পদত্যাগ একাডেমির ভবিষ্যত পরিকল্পনা ও কার্যক্রমের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।