ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করায় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ড. ইউনূসের একটি ছবি দিয়ে অভিনন্দন জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
অভিনন্দন বার্তায় আনোয়ার ইব্রাহিম বলেন, নোবেলয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা জাতিকে প্রজ্ঞা ও সততার সঙ্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যেহেতু একটি নতুন দিনের উদয় হয়েছে, তরুণদের মধ্যে সৃষ্টি হয়েছে নবশক্তির, তখন আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিচ্ছি- ‘যেখানে মনকে তোমার দ্বারা এগিয়ে নিয়ে যাওয়া হয়, চিন্তা ও কর্মের প্রশস্ততায়, সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক’।
তিনি আরও বলেন, ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের পদে পদে সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor
কমেন্ট বক্স