ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন বার্তা: ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:৫০:১৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:৫০:১৬ পূর্বাহ্ন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অভিনন্দন বার্তা: ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ আগস্ট: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এই শুভেচ্ছা বার্তা দেন তিনি।

 

আনোয়ার ইব্রাহিম তার পোস্টে ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে লেখেন, "নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। তার বিশাল অভিজ্ঞতা এবং প্রজ্ঞা দিয়ে তিনি বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করবেন বলে আমি বিশ্বাস করি।"

 

তিনি আরও বলেন, "বাংলাদেশে এখন একটি নতুন সূর্য উদিত হয়েছে, যা জাতিকে একটি নতুন দিনের দিকে নিয়ে যাবে। আমি মহান বাঙালি চিত্রশিল্পী-কবি-দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমর বাণী স্মরণ করিয়ে দিতে চাই: ‘যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায়। নিরন্তর প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে; সেই স্বাধীনতার স্বর্গে, আমার পিতা, আমার দেশ জাগ্রত হোক।'"

 

আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, "এই ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে, আমি বাংলাদেশের প্রতিটি সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করছি।" এই বার্তাটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ড. ইউনূসের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ