ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

রয়টার্সকে সাক্ষাৎকারে নাহিদ

শেখ হাসিনার বিচার দাবি করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংকল্প

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ১০-০৮-২০২৪ ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৮-২০২৪ ১০:৪৫:৪৮ পূর্বাহ্ন
শেখ হাসিনার বিচার দাবি করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংকল্প ছবি: রয়টার্স

ঢাকা, ৯ আগস্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের সম্মুখীন করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। শুক্রবার (৯ আগস্ট) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

 

নাহিদ ইসলাম, যিনি কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার-বিরোধী গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, বলেন, "শেখ হাসিনার শাসনামলে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এসব হত্যাকাণ্ডের বিচার চাই এবং শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করতে চাই।"

 

গত জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল ও কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। সেই আন্দোলনের সময় শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, "মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের সন্তানরা পাবে?" তার এই বক্তব্য ক্ষোভের সঞ্চার করে এবং আন্দোলন আরও তীব্রতর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীসহ ছাত্রলীগ-যুবলীগ মাঠে নামলে সংঘাত শুরু হয়, যেখানে প্রাণ হারায় বহু মানুষ।

 

নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, শেখ হাসিনা সরাসরি এই সহিংসতার জন্য দায়ী এবং তার শাসনামলে সংগঠিত হত্যা ও নিপীড়নের বিচার করা জরুরি। তিনি আরও বলেন, "শেখ হাসিনা কেন দেশ ছেড়ে পালিয়েছেন, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধের বিচার হওয়া প্রয়োজন, এবং আমরা তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে প্রস্তুত আছি।"

 

বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, "আমরা তার বিচার চাই এবং সেই বিচার প্রচলিত আইনে সম্ভব না হলে, বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।"

 

নাহিদ ইসলামকে অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, "আমাদের অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হলো, আগামীতে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা। এছাড়া, বিগত সরকারের সময়কালের দুর্নীতির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আমরা কাজ করব।" প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে তিনি বলেন, "আমি ভবিষ্যতে কী করব, তা দেশের মানুষের চাওয়ার ওপর নির্ভর করবে।"


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ