ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

ড. ইউনূস কাল রংপুরে যাচ্ছেন আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৭:৩৩:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৭:৩৩:০৬ অপরাহ্ন
ড. ইউনূস কাল রংপুরে যাচ্ছেন আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ৯ আগস্ট: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল শনিবার রংপুরে যাচ্ছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠকের পর এ তথ্য জানান পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

আবু সাঈদ গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন, যা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আন্দোলনের এই সূত্র ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনে নামে। এরই ধারাবাহিকতায় গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।

 

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যা ১৭ জন সদস্য নিয়ে গঠিত। বৃহস্পতিবার রাত ৯টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান।

 

রংপুরে আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে ড. ইউনূসের এই সফরকে সরকারের পক্ষ থেকে সংবেদনশীল ও মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সফরে তার সঙ্গে উপদেষ্টা পরিষদের দুজন ছাত্র প্রতিনিধি থাকার ফলে ছাত্র আন্দোলনের প্রতি সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ