ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নাঈমুল ইসলাম খানের তিন পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৭:২৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৭:২৬:৩৪ অপরাহ্ন
নাঈমুল ইসলাম খানের তিন পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ঢাকা, ৯ আগস্ট: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের মালিকানাধীন তিনটি পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা স্থগিত করা হয়।

 

দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের অফিসে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে এ হামলার ঘটনা ঘটছে। একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা এবং এটিএন নিউজ অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া, মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় অবস্থিত ডিবিসি নিউজের অফিসেও হামলা হয়। এর আগে ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসেও হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 


নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ