ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ ই-পেপার

নুরজাহান বেগম পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব: অভিজ্ঞ ব্যাংকার থেকে প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়

মার্তৃভূমির খবর ডিজিটাল ডেস্ক
আপলোড সময় : ০৯-০৮-২০২৪ ০৩:২৩:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৮-২০২৪ ০৩:২৩:৩৪ অপরাহ্ন
নুরজাহান বেগম পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব: অভিজ্ঞ ব্যাংকার থেকে প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায় ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ আগস্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নুরজাহান বেগমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

নুরজাহান বেগম একজন প্রথিতযশা ব্যাংকার হিসেবে পরিচিত, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। ২০১০ সালে তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন, এর আগে তিনি ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি গ্রামীণ পরিবারের অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

নুরজাহান বেগমের কাজের স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। ২০০৮ সালে তিনি গ্রামীণ ফাউন্ডেশন কর্তৃক সুসান এম. ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া, তিনি ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড ২০০৯ এবং ভিশন অ্যাওয়ার্ড ২০০৯-এ ভূষিত হন। তার আন্তর্জাতিক পদক্ষেপ ও সম্মাননাগুলো তাকে একজন দক্ষ প্রশাসনিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে নুরজাহান বেগম স্বাস্থ্য খাতে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব প্রদর্শনের সুযোগ পাবেন। দেশের স্বাস্থ্যসেবা খাতে তার নেতৃত্ব নতুন উদ্ভাবনী উদ্যোগ ও কার্যকরী নীতিমালা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

 
 

নিউজটি আপডেট করেছেন : Matribhumir Khobor

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ