ঢাকা, ৯ আগস্ট: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদে প্রথমবারের মতো একজন আলেম উপদেষ্টা হিসেবে ড. আ ফ ম খালিদ হোসেনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ড. আ ফ ম খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা হিসেবে পরিচিত। তিনি মাসিক আততাওহিদের সম্পাদক এবং বালাগুশ শরকের সহকারী সম্পাদক হিসেবেও কাজ করছেন। এছাড়া, তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ড. খালিদ হোসেনের ইসলামী শিক্ষা ও আন্দোলনের সঙ্গে দীর্ঘদিনের সংশ্লিষ্টতা তাকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে বিশেষভাবে উপযুক্ত করে তুলেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা খালিদ হোসেন ইসলামী শিক্ষার প্রতি তার পরিবারের ঐতিহ্য বজায় রেখেছেন এবং ধর্মীয় ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করায় তিনি ধর্মীয় বিষয়ে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে তার নিয়োগ দেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।